হাড়োয়া: ভোররাতে বাড়ির জানলা দিয়ে দুষ্কৃতীর গুলি। কোমরে পিঠে গুলি নিয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজি কর হাসপাতালে ভর্তি এক যুবতী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে এক দুষ্কৃতী জানলা দিয়ে এক ব্যক্তি রঘুনাথ দাসের বাড়িতে গুলি চালিয়ে পিস্তল ফেলে পালায়। পারিবারিক বিবাদের জেরেই বাড়িতে গুলি চালিয়েছে আচমকা। বিছানায় শুয়ে ছিলেন রঘুনাথের মেয়ে। তাঁর কোমরে ও পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতাল ভর্তি করা হয়েছে। কে গুলি চালিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: বাজ পড়ে অসুস্থ ২৯ পড়ুয়া, দেখতে হাসপাতালে মুর্শিদাবাদের সাংসদ
পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করেছে। ওই বধূর প্রথম বিয়ে হয়েছিল মিনাখাঁ থানার ধুতুরদা দাহ বাড়ি অসিত সর্দারের সঙ্গে। তাঁর একটি পুত্র সন্তান আছে। স্বামী-স্ত্রীর আদালতে ডিভোর্সএর মামলা চলছে। ওই মহিলার এর মধ্যে আবার একটা বিয়ে হয় কলকাতায়। কী কারণে গুলি কে বা গুলি চালালো। প্রাক্তন স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা জন্য কি এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, সবটাই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: