Placeholder canvas
HomeScrollপানিহাটিতে বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

পানিহাটিতে বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

পানিহাটি: বোমা বিস্ফোরণ আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার পানিহাটি। শুক্রবার পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকায় বিস্ফোরণের আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। এই ঘটনায় জিতেন্দ্র গুপ্ত নামে এক যুবকের হাত উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই জিতেন্দ্রকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে ও পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। পুলিশ এসে ওই বাড়ি থেকে বেশকিছু বোমা উদ্ধার করে। পরে ঘটনার তদন্তে আসে বম্ব স্কোয়াড। কীভাবে বিস্ফোরণ হল, ওকানে এত বোমা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের মতে, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণে আশপাশের বাড়িগুলিও কেঁপে যায়। কোনও কোনও বাড়ির কাচ ভেঙে পড়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায়ের জামিন

পুলিশ এসে বোমাগুলি বালির বস্তায় করে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে এত সংখ্যক বোমা এখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments