কালনা: শারীরিক নির্যাতনের শিকার ১৪ বছরের এক নাবালিকা। ঘটনার তদন্ত নেমে গ্রেফতার করা হল একজনকে। বুধবার ওই অভিযুক্তকে কালনা আদালতে তোলা হয়। আগামীকাল তাকে ফের আদালতে হাজির করার জন্য বিচারক নির্দেশ দিয়েছেন।
কালনা থানা এলাকার এক নাবালিকা ছাত্রীকে স্কুল যাওয়ার পথে লোভনীয় খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তিকে বুধবার কালনা আদালতে তোলা হয়। গতকাল রাতে ওই ছাত্রী বাড়িতে এসে এমন ঘটনা বলার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন মোদির
পুলিশ জানায়, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই ব্যাক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ওই অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তি কে আজ বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ কালনা আদালতে তোলা হলে, বিচারক বৃহস্পতিবার ফের আদালতে পেশ করার নির্দেশ দেন।
দেখুন আরও অন্যান্য খবর: