লালবাগ: ফের গুলি চলল রাজ্যে। শুক্রবার দিনে-দপুরে গুলিবিদ্ধ এক রেলকর্মী। সুকুমার রায় নামে ওই রেল কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরে মুর্শিদাবাদ থানার লালবাগের কুমোর পাড়া এলাকায় নিজের বাড়িতেই ছিলেন সুকুমার। সেই সময় বাড়ির পাশের কলাবাগান থেকে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। তাঁর বা হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তবে কে গুলি করল, কী উদ্দেশ্যে করেছে সেটা কিছুই বুঝতে পারছেন না তিনি।
শুক্রবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সুকুমারের এক্সরে করা হয়। দেখা যায় বাম হাতের মধ্যে গুলি রয়েছে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, পুজোর আগে ভিজবে বাংলা!