কাকদ্বীপ: ইলেকট্রিক পোস্টের তার ছিঁড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ভুবননগর পয়লাগিরি এলাকায়। মৃত যুবকের নাম প্রবীর জানা (৪৫)।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে পয়লা গিরিতে একটি ঢালাই রাস্তার কাজ হচ্ছিল। প্রবীর এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার সকালেও তিনি ঢালাই রাস্তার কাজে গিয়েছিলেন। কাজ করার সময় সকাল ন’টা নাগাদ হঠাৎই গ্রামের ইলেকট্রিক পোস্ট থেকে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। তারটি প্রবীরের গায়ে লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রবীরকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে মালগাড়ি, লাইনচ্যুত ৫ বগি
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে পোস্টের তারের মেরামতের কাজ শুরু করেছে।