পূর্ব মেদিনীপুর: মহিষাদলে হনুমানের আতঙ্ক, হনুমানের হামলায় আক্রান্ত ১৪ জন। আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০। মহিষাদলের কাপাস এলাকায় হনুমানের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষজন। খাবারের খোঁজে গ্রামে সবজি খেতে উৎপাত চালাচ্ছে হনুমানের দল। আর সেই হনুমানের দলে বাধা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষজনকে। ইতিমধ্যে হনুমানের হামলায় ১৪ জন আক্রান্ত হাসপাতাল চিকিৎসাধীন।
হনুমানের অত্যাচারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদফতরের আধিকারিকরা। স্থানীয়দের অভিযোগ, বনদফতরের রেঞ্জরের অফিসাররা এসেও একটিও হনুমানকে খাঁচায় ধরতে পারেননি। মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার জানান, দলছুট হনুমানের দল একের পর এক গ্রামবাসীদেরকে আঁচড় দিয়ে রক্তাক্ত করছে। হনুমানের কামড়ের অত্যাচারের খবর পেয়েছি। এই বিষয় নিয়ে স্বাস্থ্য দফতরকে ১৪ জনের চিকিৎসার জন্য বলা হয়েছে। ফরেস্টের রেঞ্জের অফিসারদেরকে পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এখনও পর্যন্ত আক্রান্ত সংখ্যা ২০।
আরও পড়ুন: কো-অপারেটিভ ভোটে তৃণমূলের জয়
দেখুন আরও অন্যান্য খবর: