নিউ জলপাইগুড়ি: সন্তানের জন্ম হতেই দালালের মারফতে বিক্রির অভিযোগ বাবা ও মায়ের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাবা ও দালাল। শিশুটিকে উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
নিউ জলপাইগুড়ির ডিএস কলোনির এই দম্পতির ২০২৩ সালের ডিসেম্বরে একটি সন্তান হয়। সন্তান জন্মের পর শিলিগুড়ি জেলা হাসপাতালে এক দালালের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত বাবা। ৮০ হাজার টাকার বিনিময়ে বিহারের এক নিঃসন্তান দম্পতিকে শিশুটি বিক্রি করে দেয় অভিযুক্ত বাবা। বিষয়টি জানাজানি হতেই নিউ জলপাইগুড়ি থানায় খবর যায়। পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে আসল ঘটনা।
আরও পড়ুন: পরীক্ষা শুরুর ঘন্টাখানেকের মধ্যেই অসুস্থ দুই ছাত্রী
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে দালালের হদিস পায় পুলিশ। এরপর অভিযুক্তকে সঙ্গে করে দালালকেও আটক করা হয়। দালালের বয়ানের ভিত্তিতে, দালাল ও অভিযুক্তকে নিয়ে তদন্তের জন্য বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। শিশুটিকে উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই বিষয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ। তবে শিশু বিক্রির অভিযোগ অস্বীকার করেছে শিশুটির মা।
আরও অন্য খবর দেখুন