মুম্বই: দেশজুড়ে চলছে পঞ্চম দফায় (Loksabha Elections 2024 5th Phase) ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ভোট গ্রহণ। এই দফায় দেশে মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে। লোকসভা নির্বাচনের আবহে, শাহরুখ-সলমন, রণবীর কাপুরদের মতো গ্ল্যামার জগতের তারকাদের অনেকেই আমজনতাকে গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আর্জি জানিয়েছেন। কিন্তু এবার হুঁশিয়ারি এল বলিউড অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)-এর থেকে।
আজ পঞ্চম দফায় মুম্বইতে ভোট দেন অভিনেতা। ভোট দিয়ে বুথ থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট না দেওয়ার বড় শাস্তির হুঁশিয়ারি শোনা গেল পরেশের মুখে। এদিন পরেশ রাওয়াল বলেন, “ভোট না দিলেই কড়া শাস্তি হওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করেই লোক বলে সরকার এটা করেনি, ওই কাজ হয়নি। আর আজ যদি আপনি মতদান না করেন, তাহলে তার দোষ আপনার। যাঁরা ভোটদান করেন না তাঁদের হয় ট্যাক্স বাড়িয়ে দেওয়া উচিত, নয়তো অন্য কোনও শাস্তি দেওয়া উচিত।” আর অভিনেতার এমন নিদান শুনেই শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, যারা কর্মসূত্রে নিজের কেন্দ্রের বাইরে থাকে, ছুটি না পেয়ে ভোট দিতে যেতে পারেনি, তারা কী করবে? তাদেরও শাস্তি হবে নাকি!
#WATCH | Bollywood actor Paresh Rawal says, “…There should be some provisions for those who don’t vote, like an increase in tax or some other punishment.” pic.twitter.com/sueN0F2vMD
— ANI (@ANI) May 20, 2024
আরও পড়ুন: জনতা জনার্দনকে ফের নির্বাচনী পাঠ পড়ালেন কিং খান
উল্লেখ্য, গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। ২০১৪ সালের লোকসভা ভোটে পূর্ব আহমেদাবাদ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন পরেশ রাওয়াল। ওই বছরই আবার পদ্মশ্রীতে ভূষিত হন তিনি। বছর দুয়েক আগে গুজরাত বিধানসভায় বিজেপির হয়ে প্রচার করতে গিয়ে বাঙালির মাছ খাওয়া নিয়ে নিন্দনীয় মন্তব্য করেছিলেন। তাঁর বিরুদ্ধে বাঙালির ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে একযোগে বিরোধিতায় নেমেছিল বাংলার বিরোধী দলগুলি।
দেখুন ভোটের আরও খবর