শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর সোমবার থেকেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলে উদ্ধারকাজ ও ট্রেক পরিষ্কার। গতকাল রাতেই আপ লাইন থেকে ট্রেনের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ সরিয়ে দিয়ে প্রথমে পরীক্ষামূলক ভাবে একটি মাল গাড়ি চালানো হয়। এরপর মঙ্গলবার সকালে ২টি মালগাড়ি ও দুটি যাত্রীবাহি ট্রেন এনজেপি থেকে হাওড়া গামী শতাব্দী এক্সপ্রেস ও রাঁচি থেকে গুয়াহাটি এক্সপ্রেস আপ লাইনে চলে।
এদিন ভোর থেকে বৃষ্টি। তার মধ্যেই চলছে ট্রেক পরিষ্কারের কাজ। উত্তর-পূর্ব সীমান্তের রেলওয়ে সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫টি ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেন অন্য রুটে চলছে। পাশাপাশি জানা গিয়েছে, আজ সকাল ১১টার মধ্যে ডাউন লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হবে। মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি রেললাইনের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকায় ডাউন এবং আপ লাইনে ট্রেন চালানো সম্ভব হয়নি। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয় রেললাইনের উপর থাকা ইলেকট্রিক ওয়ারিংয়ের তার।
আরও পড়ুন: ফেরা হল না বিউটির, ক্ষতিপূরণ দিয়ে কতদিন দায় সারবে রেল, প্রশ্ন পরিবারের
রাতেই আপ লাইন দিয়ে মালগাড়ির ট্রায়াল রান করা হয়। এরপর আপ লাইন দিয়ে মঙ্গলবার সকাল ৮টা নাগাদ কামাক্ষ্যাধাম এক্সপ্রেস চালানো হয়। তবে দুর্ঘটনাগ্ৰস্ত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে এখনও।
দেখুন আরও অন্যান্য খবর: