কলকাতা: ব্যারাকপুরে লোকসভা (Lok Sabha at Barrackpore) কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের (Partha Bhowmik) সমর্থনে ভোটের প্রচারে দেব (Dev)। আমডাঙার দত্তপুকুর এলাকায় পার্থ ভৌমিকের সমর্থনে দত্তপুকুর চালতা বেরিয়া থেকে নিবাদুই স্কুল মাঠ পর্যন্ত রোড শো করলো দেব। পার্থ ভৌমিকের সমর্থনে মঞ্চে উঠে ভোট চাইলেন দেব। শুধু ব্যারাকপুরেও নয় ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের (Kalipada Soren) সমর্থনে রোড শো করেন দেব। কালিপদ সরেনের সমর্থনে রোড শো-এ এসে হিরণের মন্তব্যকে কটাক্ষ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। কালীপদ সোরেনই জিতবে বলে প্রত্যয়ী দেব।
রোড শো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, ভোট প্রচারে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে চোখে পড়ার মতো। তবে ঘাটালে প্রচার বাদ দিয়ে অন্যপ্রার্থীদের হয়ে প্রচার করতে হচ্ছে কিছুটা মিস করছে ঘাটালের মানুষ তবে দলের অন্য প্রার্থীদের হয়ে প্রচার করে কিছুটা লাভ হচ্ছে তাঁর। দেবকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করছে বিজেপি প্রার্থী হিরণ সে প্রসঙ্গে দেব জানান, আমি অন্যদের মতো নয় জোর করে ভোট নেব তবে আগের থেকে বেশি ভোটে জেতার বিষয় আশাবাদী। নিজের আসল জেতার পাশাপাশি দলের অন্য আসনগুলো জেতার প্রয়োজন সে কারণেই ভোট প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া বিজেপি প্রার্থী হিরণের ভাইরাল ভিডিও কার্যত ট্রল এর শিকার হয়েছে সে প্রসঙ্গে দেব জানান, দুঃখ হচ্ছে এ বিষয়টায় তার। দেব বারবারই শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করে এসেছেন চতুর্থ দফার নির্বাচনের পরেও সে প্রসঙ্গ আবারও মনে করিয়ে দিলেন রাজনৈতিক ব্যক্তিত্বদের।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে শুভেন্দু ঘনিষ্ঠ গ্রেফতার
প্রসঙ্গত তৃতীয় দফা ভোটের ভোট শান্তিপূর্ণ মিটলেও দফায় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে এ প্রসঙ্গে দেব বলে শান্তিপূর্ণভাবে ভোট হওয়া উচিত। আমার আচরণে আমার ব্যবহারে আমার কথা মধ্যে এখনও পর্যন্ত কাউকে আঘাত বা আক্রমণ করে এমনটা হয়নি। সে কারণেই ঘাটাল এখনও শান্ত। এখনও পর্যন্ত হিরণ আক্রমণ করেছে। আমাকে যেভাবে আতঙ্কবাদি ,ক্রিমিনাল বলা হয়েছে তাতে আমার দলের কর্মীরা পাল্টা দিতে পারত। এভাবে বলে যদি জিততে চায় তাহলে জিতুক, আমার ব্যবহারে যদি এটা প্রমাণ করতে পারি ভালোবাসা দিয়ে ভোট হতে পারে, ভালোবাসা দিয়ে ভোট জেতা যায় তাহলে কেন না।
অন্য খবর দেখুন