বীরভূম: আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমে শক্তিপীঠ তারাপীঠের পাশাপাশি ৫১ পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলাতেও দেবী কঙ্কালীর বিশেষ পুজো অর্চনা চলছে। সোমবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন।
৫১ পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় থাকলেও কঙ্কালীতলাতেও সকাল থেকে পূজা অর্চনা চলছে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে কঙ্কালীতলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা কঙ্কালীতলা শান্তিনিকেতন বেড়াতে এলে কঙ্কালীতলায় আসেন। দেবী কঙ্কালীর দর্শন করেন, পুজো দেন। খুব স্বাভাবিকভাবেই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় কঙ্কালীতলাতে চলছে মা কালীর আরাধনা।
আরও পড়ুন: ফোঁস করে বিতর্কে, সাসপেন্ড অশোকনগরের তৃণমূল নেতা
এছাড়াও সতীপীঠ কঙ্কালীতলায় রয়েছে মহাশ্মশান। ইতিমধ্যেই দর্শনার্থীদের পাশাপাশি সাধু সন্তুরাও ভিড় জমেছে কঙ্কালীতলাতে। রাত্রে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ হোমযজ্ঞ রয়েছে কঙ্কালীতলা মহাশ্মশানে।
দেখুন আরও অন্যান্য খবর: