Placeholder canvas
HomeScrollবিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শনে পুলিশ কমিশনার

হুগলি: চন্দননগরবাসীর সাড়া বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আর মাত্র কয়েকটা দিন তারপরই আলোর রোশনাইয়ে সেজে উঠবে চন্দননগর। জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja in Chandannagar 2023) আড়ম্বরে কোনও ত্রুটি রাখেন না চন্দননগরবাসীরা। বিভিন্ন প্যান্ডেল পরিদর্শন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পন্ডিত জাভালগী অন্যান্য আধিকারিকরা। এছাড়াও জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রার ব্যবস্থা খতিয়ে দেখতে রানিঘাট থেকে শুরু করে বিভিন্ন গঙ্গার ঘাট গুলি পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। প্যান্ডেল সহ কমিটিগুলোর সঙ্গে কথা বললেন পুলিশ কমিশনার। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার ঈশানি পাল, চন্দননগর থানার আইসি, ট্রাফিক আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিকের কর্মকর্তা।

আরও পড়ুন: আঁটপুরের আনরবাটী গ্রামে বড় কালীর পুজো

জগদ্ধাত্রী পুজোর চন্দননগরের (Chandannagar) বড় আকর্ষণ হল আলোর কারসাজি। গোটা শহরই আলোর রোশনাইয়ে মুড়ে যায়। পুজো শুরু সপ্তমীতে, কিন্তু ঠাকুর দর্শনের জন্য ভিড় শুরু হয়ে যায় পঞ্চমী থেকেই। আলোকসজ্জা, আকাশছোঁয়া প্রতিমা দেখতে কলকাতা সব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন চন্দননগরে। ভিড় জমান চন্দননগরে। অনেক ব্যক্তিগত গাড়ি, কিংবা বাইক, ট্রেন ও বাসে করেই চন্দননগরে যান। সূত্রের খবর, নিরাপত্তার কারণে,ভিড় সামলাতে চন্দননগর প্রবেশে অর্ধেক রাস্তাই বন্ধ করে দেওয়া হয়। চন্দননগর, মাণকুন্ডু, ভদ্রেশ্বরের বহু রাস্তা বন্ধকরে দেওয়া হয়।

আরও অন্য খবর দেখুন

Howrah | হাওড়ায় কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন, ছড়িয়ে পড়ে সংলগ্ন পাট-প্লাস্টিকের গোডাউনেও

RELATED ARTICLES

Most Popular

Recent Comments