মানিকচক: মানিকচকে (Manick Chowk) আগাগোড়া গুলি চালানোর কথা অস্বীকার করেছিল পুলিশ। অবশেষে তা স্বীকার করলেন জেলার পুলিশ সুপার। মালদহের (Maldah) পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানালেন, মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয়ে আত্মরক্ষায় গুলি চালাতে হয়েছিল। মানিকচকের ঘটনায় আহত হয়েছেন থানার আইসি সহ তিন পুলিশকর্মী। আরও তিনজন বিক্ষোভকারী আহত হয়েছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় আটক করা হয়েছে ২৬ জনকে, জানালেন মালদহের পুলিশ সুপার।
আরও পড়ুন: বালি পুরসভার ফিনান্স অফিসারকে শো-কজ
পুলিশ সুপার জানান, অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। রক্তাক্ত পুলিশকর্মীরা একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ওই বাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা হয়। সেই সময় বাড়িতে দুই মহিলা, এক শিশু সহ ছ’জন পুরুষ ছিলেন। তাঁদের জীবন রক্ষায় এবং নিজেদের আত্মরক্ষায় বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। এর আগে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। এক রাউন্ড গুলির কথা স্বীকার পুলিশ সুপারের।
দেখুন অন্য খবর: