চন্দননগর: পুজোর মুখে পুলিশি (Police) টহল। চন্দননগর (Chandannagar) পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় বাইক নিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগালভি। সোমবার চন্দননগর থানার সামনে থেকে পুলিশ কর্মীদের নিয়ে চন্দননগর থানার অধিনে পুজো প্যান্ডেলগুলি ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন ডিসিপি ঈশানি পাল, এসিপি ওয়ান বাপ্পাদিত্য ঘোষ, থানার আইসি শুভেন্দু বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ বাহিনি। সকলেই বাইক নিয়ে এলাকা ঘুরে দেখেন। সিপি জানান, পুজোর সময় মানুষের মনে যাতে কোনও ভয় না থাকে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারনে এই পুলিশি টহল।
এদিকে, এই আনন্দ উৎসবে যাতে কোনওভাবেই নিরাপত্তা বিঘ্নিত না হয়, তার জন্য ময়দানে কলকাতা পুলিশও। পুজোর দিনগুলিতে শহরে চলবে কড়া নজরদারি। চতুর্থী থেকে সেই নজরদারি আরও সুদৃঢ় হবে। চতুর্থীর দিন থাকছে ৪ হাজার পুলিশ কর্মী। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত শহরে মোতায়েন থাকবে ৮ হাজার পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবেন ৬ হাজার পুলিশ। ৫১টি ওয়াচ টাওয়ার থাকবে শহরে নজরদারি জন্য।
আরও পড়ুন: বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর ওপর হামলা
পাশাপাশি, ১৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন দায়িত্বে। সঙ্গে ৮২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারও থাকছেন। এছাড়া ২০০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন নজরদারিতে। ৩০ টি অ্যাম্বুলেন্স থাকবে শহরের বিভিন্ন জায়গায়। শহরে থাকবে ১৬টি ক্যুইক রেসপন্স টিম বা কিউআরটি। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকবে পুলিশ।
দেখুন আরও অন্য খবর: