খড়্গপুর: খড়্গপুরের পাশাপাশি মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার দুই বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। মঙ্গলবার রাতে মেদিনীপুর শহরের মীর বাজারে তন্ময় ঘোষের বাড়ি ও সংলগ্ন আবাসে ঘাটাল সাংগঠনিক জেলার সৌমেন মিশ্রের বাড়িতে পুলিশি হানা দেয় বলে জানা গিয়েছে।
এদিকে এই পুলিশি অভিযান সৌমেনের স্ত্রী বলেন, গতকাল রাতে তিনি ও তাঁর দুই ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন। আচমকাই ভোর রাতে একদল পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলে। নানারকম ভাবে ভয় ভীতি দেখানোর চেষ্টা করে বলে দাবি তাঁর। অভিযোগ, দরজা ধাক্কাধাক্কি শুরু করে পুলিশ। সে সময় বাড়িতে ছিলেন না সৌমেন দাবি করেন তিনি। দুই নাবালক ও শিশু কন্যাদের নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি। সৌমেন মিশ্র পেশায় একজন প্রতিবন্ধী শিক্ষক। দীর্ঘ ১৮ বছর শিক্ষকতা করছেন। দেশের বাড়ি আনন্দপুর থানার সলডিহার গ্রামে কর্মসূত্রে মেদিনীপুরের আবাসে থাকেন। যদিও গতকাল রাতে তিনি তাঁর আবাসের বাড়িতে ছিলেন না বলে দাবি করেন। যদিও এই পুলিশি অভিযানের বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে