রায়গঞ্জ: চারিদিকে নাগর নদীর (Nagar River) জল, মাঝখানে ভোট কেন্দ্র, এমনই দৃশ্য ধরা পড়ল কলকাতা টিভির ক্যামেরায়। ঘটনাটি রায়গঞ্জ বিধানসভার (Raiganj Assembly) গৌরী গ্রাম পঞ্চায়েতের অনন্তপুরে। জলমগ্ন ভোটকেন্দ্রে, অনন্তপুর প্রাইমারি স্কুলে ৩৭ ও ৩৮ নম্বর বুথে দেখা গেল হাঁটু জল পেরিয়ে ভোট দিতে আসছে স্থানীয়রা। নেতারা কথা না রাখলেও কথা রাখছে জনগণ।
ফি বছর বন্যা নিত্য সঙ্গী। প্রত্যেকবারই ভোটের আগে সমস্ত নেতা-নেত্রীরা আসেন, প্রশাসন আশ্বাস দেন, এবার তাদের আর বর্ষায় অসুবিধার মধ্য পড়তে হবে না। কিন্তু তিন-চারদিনের বৃষ্টিতেই নদীর জল বেড়ে যাওয়ায় অনেকেই ঘর ছাড়া। কিন্তু ভোট এসেছে, এলাকাবাসী চাইছে যে ভোটে জিতবেন তিনি যেন তাদের কথা ভাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
আরও পড়ুন: রানাঘাটে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ, ভর্তি হাসপাতালে
উল্লেখ্য, আজ বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ। শেষ হবে বিকেল পাঁচটায়। চার কেন্দ্রের ভোটের জন্য ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চার কেন্দ্র মিলিয়ে প্রায় ১০ লক্ষ ভোটার রয়েছে। গণনা হবে ১৩ জুলাই। দেশের সাত রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রেও আজ সকাল ৭টা থেকে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনে দুপুর একটা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৩৮.২৮ শতাংশ।
আরও খবর দেখুন