বসিরহাট: সন্দেশখালিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। অভিযোগ, রবিবার রাতে পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রামে ঢুকে তাণ্ডব চালিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বসিরহাটের সন্দেশখালি বেরমজুর এক নম্বর পঞ্চায়েত বটতলায় গতকাল রাতে পুলিশ ও তৃণমূল দুষ্কৃতীরা রাতে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীরা বলেন, পুলিশ মহিলাদের শরীরে বিশেষ কিছু জায়গায় আঘাত করেছে। গ্রামবাসীদের দাবি, পুলিশ কী কারণে মহিলাদের গায়ে হাত দিচ্ছে, তার সঠিক উত্তর দিতে পারেনি তারা। এমনকী গ্রামের পুরুষদের তাড়িয়ে জলে চুবিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে বলেও অভিযোগ গ্রামবাসীদের।
গ্রামের মহিলাদের আরও অভিযোগ, সন্ধ্যা নামলেই গ্রামে পুরুষ শূণ্য হয়ে যাচ্ছে। পুলিশ ও দুষ্কৃতীদের ভয়ে গোটা গ্রাম নিরাপত্তা হীনতায় ভুগছে। কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলছে না গ্রামে। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র সহ বিজেপির প্রতিনিধি দল।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা সুরেশ মণ্ডল বলেন, এর সঙ্গে তৃণমূল কোনওভাবেই যুক্ত নয়। রাজনৈতিকভাবে চক্রান্ত করে কালিমালিপ্ত করছে বিজেপি।