বাঁকুড়া: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পড়ল পোস্টার। উপাচার্য, রেজিস্ট্রার সহ তিন আধিকারিককে কাঠগোড়ায় তুলে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে এই পোস্টার। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে অসংখ্য এমন পোস্টার পড়ার ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পোস্টারগুলি ছিঁড়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ তিন আধিকারিকের বিরুদ্ধে বেনিয়ম ও আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে পোস্টারগুলিতে। যদিও কে বা কারা এই পোস্টারগুলি দিয়েছে সে ব্যাপাকে এখনও কিছু জানা যায়নি।
পোস্টারে কোথাও অভিযোগ করা হয়েছে লক্ষ টাকার বিনিময়ে প্রোমোটারকে উপাচার্যর গাড়ির টেন্ডার পাইয়ে দেওয়া। আবার কোথাও গার্লস হস্টেল কেন চালু হল না তার জবাব চাওয়া হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয় চত্বরে কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও তা কেন পূরণ করা হল না, সে বিষয়েও পোস্টারে উপাচার্য সহ আধিকারিকদের কাঠগোড়ায় তোলা হয়েছে। বিষয়গুলি নিয়ে উপাচার্য জবাব না দিলে অবিলম্বে গদি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ওই পোস্টারে। তবে এগুলি কে বা কারা দিয়েছে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার শিক্ষক
এদিন সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোস্টারে করা অভিযোগগুলি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। আর্থিক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগও মানতে চাননি তিনি। তাঁর দাবি, যারা এই পোস্টার দিয়েছে, তা খতিয়ে দেখা হবে।
দেখুন আরও অন্যান্য খবর: