পশ্চিম মেদিনীপুর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। বিপর্যয়ের আগেই সতর্কতা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের। ওড়িশা সংলগ্ন দাঁতন, মোহনপুরে বিশেষ নজর। ওড়িশা উপকূলের পুরী সংলগ্ন স্থলভাগে ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোরের মধ্যে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার থেকে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে মৌসমভবন। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার হলুদ সতর্কতা এবং বৃহস্পতি ও শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর জেলাও দানার তাণ্ডবে বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমনই সতর্কতা পাওয়ার পর, মঙ্গলবার থেকেই জোর তৎপরতা শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনে। এদিন দুপুরেই ওড়িশা সংলগ্ন দাঁতন ও মোহনপুর এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। সেখান থেকে ফিরে এসে বিকেল তিনটে নাগাদ সাংবাদিক বৈঠক করেন তাঁরা। জানিয়ে দেন, প্রাণহানী ও সম্পত্তিহানী রুখতে তৎপর প্রশাসন।
জেলার প্রায় ২২ থেকে ২৫ হাজার মানুষকে ত্রাণ শিবিরে উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। জেলা জুড়ে একশোর বেশি ত্রাণ শিবির করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত পানীয় জল, খাবার, ওষুধের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা পুলিশের তরফে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম।