মালদহ: বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকায় অবরোধ তুলতে গিয়ে মাথা ফাটল মানিকচক থানার আইসির। পুলিশ কর্মীদের উপর ক্ষিপ্ত এলাকাবাসী চড়াও হয় এবং ব্যাপকভাবে মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে দুজন জখম হয়েছেন বলে এমনটাই অভিযোগ তুলছে সিটু (CITU)। এলাকায় নামানো হয়েছে ব়্যাফ।
সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা জানান, পুলিশের গুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষ আন্দোলনকারী আহত হয়েছেন। এই গোটা ঘটনার প্রতিবাদে বামফ্রন্টের তরফে আগামীকাল অর্থাৎ শুক্রবার মানিকচক জুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, গত তিন-চার দিন থেকে মানিকচকের এনায়েতপুর সহ বেশ কয়েকটি গ্রামে দফায় দফায় লোডশেডিং চলছিল। গ্রামের লোকেরা বিদ্যুৎ দফতরে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। এদিন সব গ্রামবাসীরে এক হয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
আরও পড়ুন: বোলপুরে চেয়ারম্যানের ওয়ার্ডে পুকুর বোজাচ্ছে রেল
এদিকে এই ঘটনায় আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। গোটা পরিস্থিতিতে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ পুলিশ কর্তারা। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত আছেন। এলাকার বেশ কয়েকজন মানুষও আহত রয়েছে। তবে গুলি চালানোর ঘটনা নিয়ে এখনও কিছু বলতে চাননি পুলিশ সুপার।
অন্যদিকে মালদার মানিকচকের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায়ের নির্দেশে রাজ্যের মুখ্যসচিবের ফোন মালদহ জেলাশাসককে। বর্তমানে পরিস্থিতি, কী ঘটনা ঘটেছিল, যাঁরা আহত হয়েছেন কোথায় কোথায় আঘাত পেয়েছেন, গ্রামবাসীদের আঘাত কেমন সেটাও জানতে চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে বলে মুখ্যসচিবকে জানিয়েছেন জেলাশাসক। মুখ্যসচিবের নির্দেশ, প্রয়োজনে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে।
দেখুন আরও অন্যান্য খবর: