মধ্যমগ্রাম: ফের মধ্যমগ্রামে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগানে কয়েকশো মানুষের জমায়েত। শনিবার এই মিছিলে নির্যাতিতার পরিবার যোগদান করে,এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন তাঁদের মেয়েকে এইভাবে নৃশংস খুন করে মেরে ফেলার বিরুদ্ধে। উপস্থিত ছিলেন নির্যাতিতা পরিবারের সদস্যদের মধ্যে নির্যাতিতা চিকিৎসা পড়ুয়ার কাকি, মামা-মামী ও দিদি। এদিন মিছিলে সামিল হওয়ার পরবর্তী সময় মধ্যমগ্রাম চৌমাথা এসে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেলেন নির্যাতিতার কাকি। এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয় নির্যাতিতার পরিবার।
গত ১৪ অগাস্টের রাতে মহিলাদের রাস্তা দখল থেকে শুরু তারপর থেকে লাগাতার মধ্যমগ্রাম প্রতিবাদের আওয়াজ তুলেছে দিনের পর দিন। কখনও ছোট জমায়েত কখনও কয়েকশো মানুষের জমায়েত হয়ে উই ওয়ান্ট জাস্টিস চেয়ে সরব হয়েছে। অন্যান্য দিন এই প্রতিবাদ জমায়েত মধ্যরাতে হলেও এই দিন সন্ধ্যায় তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে গর্জে উঠলো কয়েকশো সাধারণ মানুষ। অরাজনৈতিক এই প্রতিবাদ মিছিল হলেও মিছিলে দেখা গেল রুদ্রনীল ঘোষকে পা মেলাতে। অভিনেতা রুদ্রনীল এর আগেও মধ্যমগ্রামে এই প্রতিবাদী আন্দোলনে সামিল হয়েছিলেন। মধ্যমগ্রাম চৌমাথায় তিন দিন ধরে চলা এক অরাজনৈতিক প্রতিবাদ মানুষের অবস্থান বিক্ষোভের শেষ দিনে এসেছিলেন তিনি। সেই দিনই ঘোষণা হয়েছিল ১ সেপ্টেম্বর ফের জমায়েত হবে।
সেইমত এইদিন কয়েকশো মানুষের জমায়েত হয়। প্রতিবাদের শামিল হয়ে বক্তব্য রাখতে গিয়ে রুদ্রনীল ঘোষ বলেন, পুলিশ সাধারণ মানুষের বন্ধু হন। জল কামানের প্রয়োজন নেই বাংলা মা-বোনেদের চোখে অনেক জল আছে। দ্রুত শাস্তির দাবি সকলের।