অন্ডাল: জলের দাবিতে ফের আরও একবার বিক্ষোভ সামিল হল অন্ডালের খান্দরা জলধর পাড়ার বাসিন্দারা (Andal Water Problem)। স্থানীয় বাসিন্দা রঞ্জিত বাউরী ও নীলকন্ঠ মুখোপাধ্যায়রা জানান, গত কয়েকদিন আগে খান্দরা কোলিয়ারি কর্তৃপক্ষ এলাকায় জলের পাইপ লাইন কেটে দিয়েছে এবং ইসিএল-এর বসানো পাইপ লাইন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে সরকারি তরফে জলের যে পাইপ লাইন ছিল সেটাও ভেঙে যায় বলে গ্রামবাসীদের অভিযোগ। আর সে কারণেই হয়েছে বিপত্তি, এলাকায় বেশ কয়েকদিন ধরেই জল কষ্ট।
আরও পড়ুন: পঞ্চায়েতের দুর্নীতি রুখতে বদলি নীতি চালু রাজ্যের
জলের দাবিতে শনিবার বেলা সাড়ে ১০টা থেকে এলাকার বাসিন্দারা জলের সমস্যার সমাধানের জন্য খান্দরা কলিয়াদির সামনে বিক্ষোভে সামিল হয়। স্থানীয়দের দাবী, পূর্বে জলের পাইপলাইন যেমন ছিল ঠিক তেমনটাই করে দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। সমস্যার সমাধান না হলে কোলিয়ারি বন্ধ করে আন্দোলনে নামবে তারা। যদিও এই বিষয়ে কলিয়ারি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও খবর দেখুন