কোচবিহার: পানীয় জলের সমস্যার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। সোমবার এই অভিযোগে বিক্ষোভ দেখাল কোচবিহার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দারা। পাশাপাশি ওই ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা পানীয় জলের সমস্যার অভিযোগ পেয়ে সেখানে গেলে তাঁকে ঘিরেও করে বিক্ষোভ দেখান তাঁরা।
জানা গিয়েছে, কোচবিহার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যা রয়েছে। আগে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পানীয় জল সরবরাহ করা হলেও এখন তা কমিয়ে সকাল ৭টা থেকে ৯ টা করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও জলের গতি একেবারেই কম। ফলে এলাকায় নিত্যদিন জলের সমস্যা দেখা দিচ্ছে। এই অভিযোগে সোমবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: নবান্ন অভিযানে অশান্তি এড়াতে মোতায়েন বাড়তি পুলিশ
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মায়া সাহা বলেন, এলাকাবাসীরা আমাকে তাঁদের অভিযোগের কথা বলেছেন। জলের মেশিনটি খারাপ রয়েছে। সেটি দ্রুত মেরামত করা হবে। আপাতত এলাকায় জলের জন্য ট্যাঙ্কি দেওয়া হবে।
দেখুন আরও অন্যান্য খবর: