উত্তরপাড়া: প্রকাশ্য দিবালোকে গঙ্গা থেকে তোলা হচ্ছে বালি। নির্বিকার প্রশাসন। উত্তরপাড়া বালিখালে চলছে এই কারবার। বালি চলে যাচ্ছে উত্তরপাড়ার মাখলার বিভিন্ন ইটভাটায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তরপাড়া জুড়ে।
বালি যারা তুলছেন তাদের দাবি, বহুদিন ধরে এই ভাবে বালি তোলা হয়। যেহেতু গঙ্গা থেকে বালি তোলা বেআইনি, তাই মাঝে মধ্যে পুলিশ তাদের আটক করে। তারাও চান প্রসাসনিক ভাবে তাদের বালি তোলার ছাড়পত্র দেওয়া হোক। প্রয়োজনে রয়ালটি দিতে প্রস্তুত তারা।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে মদ্যপ অবস্থায় স্কুল শিক্ষক, ভাইরাল ভিডিও
আর এ নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে প্রতিবাদ জানিয়েছে বিজেপি। বিজেপি মুখপাত্র প্রণয় রায় মেল করে চন্দননগর পুলিশ কমিশনারকে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, উত্তরপাড়ার গঙ্গা জিটি রোড ছুঁতে চলেছে। বালি থেকে উত্তরপাড়া গঙ্গা থেকে বেআইনি ভাবে বালি তোলা হচ্ছে প্রশাসনের চোখের সামনে। কেউ কিছু করে না। বিষয়টি ইতিমধ্যেই শ্রীরামপুর মহকুমা শাসককে জানিয়ে উপযুক্ত পদক্ষেপ নিতে আবেদন করেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবও।
দেখুন আরও অন্য়ান্য খবর: