লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি দিচ্ছে রেল। আজ, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব ও পরিবহণ সচিবকে চিঠি দিচ্ছে রেল। গত দু’দিন ধরে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর-সহ একাধিক স্টেশনে যাত্রী বিক্ষোভের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।
এর আগে ১৫ জুন রাজ্য সরকার বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর আগেই লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছিল পূর্ব রেল। তবে বিধিনিষেধে বেশকিছু শিথিলতা আনলেও রাজ্যে লোকাল ট্রেন চালুর অনুমতি দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য আবেদন না মানায় ভিড় সামাল দিয়ে জুনের মাঝামাঝি থেকে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ায় রেল।
প্রায় ৫০ ট্রেন বাড়ানো হয় শিয়ালদহ শাখায়। তবে ভিড় সামাল দেওয়া তো দূরের কথা, উলটে ভিড় আরও বেড়ে যায়। নিত্যযাত্রীদের বক্তব্য, লোকাল ট্রেন বন্ধ থাকায় যাতায়াতে খুব সমস্যা হচ্ছে৷ জরুরি কাজে বেরতে পারছেন না৷ আবার স্পেশাল ট্রেনেও উঠতে দেওয়া হয় না৷ লোকাল ট্রেন চালু হলে এই সমস্যা অনেকটাই দূর হবে৷
রেল আধিকারিকরা জানিয়েছেন, যে ভাবে যাত্রী বাড়ছে, তাতে স্টাফ স্পেশাল বাড়িয়ে সমস্যা সমাধান সম্ভব নয়। স্টেশনে স্টেশনে ট্রেনে ওঠার দাবিতে বিক্ষোভ করছেন যাত্রীরা। নিত্যযাত্রীদের ক্ষোভ সামলাতে জিআরপি, আরপিএফ-এর নাভিশ্বাস উঠছে। বৃহস্পতিবার বিক্ষোভ সামাল দিতে গিয়ে জখমও হন পুলিশকর্মীরা।
বুধবার সকালে লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়ে সোনারপুরের নিত্যযাত্রীরা ট্রেন অবরোধ করেছিলেন। বৃহস্পতিবার সোনারপুরের পাশাপাশি বারুইপুর শাখার মল্লিকপুর, ক্যানিং শাখার ঘুটিয়ারি শরিফের অবরোধ হয়। বিক্ষোভকারীদের দাবি, রেলের স্টাফ স্পেশালে সাধারণ যাত্রীদেরও উঠতে দিতে হবে। তা না-হলে দ্রুত চালু করতে হবে লোকাল ট্রেন।