কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপের (Low pressure in Bay of Bengal) জের, সকাল থেকেই প্রবল বৃষ্টি শহর কলকাতা (Kolkata Heavy Rainfall) থেকে শুরু করে শহরতলী ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বর্ষণের জেরে ইতিমধ্যেই শহর কলকাতার বেশ কিছু জায়গায় জল জমতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের (South Bengal Rainfall) সব জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলায়। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে আরও বৃষ্টি বাড়বে। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বভাস। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে। শুক্রবার সকাল থেকে আকাশ কালো। কলকাতার বিস্তৃর্ণ ভিজছে প্রবল বৃষ্টিতে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। যদিও কলকাতা পুরসভার নিকাশি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের ভারী বৃষ্টিতে জল জমবেও জল দ্রুত বের হয়ে যাবে। ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকার কারণে কলকাতা পুরসভার পক্ষ থেকে তার সমস্ত নিকাশি পাম্প তুলিতে সতর্ক করে রাখা হয়েছে।
আরও পড়ুন: জন্মাষ্টমীতে কম চলবে মেট্রো, জেনে নিন বিস্তারিত
শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি আছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম , পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার থেকে আবার বৃষ্টি আরও বাড়তে পারে। শনিবার ভারী বৃষ্টি হবে উত্তর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গে একমাত্র দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পঙে।
উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। যার ফলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। ৫০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে।
রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হুগলি এবং পশ্চিমের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।
দেখুন ভিডিও