
অযোধ্যা: রামমন্দির (Ram Mandir) কাজে এল না। কাজে এল না রামলালার আশীর্বাদও। অযোধ্যা (Ayodhya) শহর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদে (Faizabad) হেরে গেল বিজেপি। জয়ী হলেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ (Awadhesh Prasad)। হেরে গেলেন বিজেপি প্রার্থী লাল্লু সিং (Lallu singh)।
এ বছর জানুয়ারি মাসে খানিকটা তাড়াহুড়ো করেই রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তখনও মন্দির পুরোপুরি গড়ে ওঠেনি। যাই হোক, ২০২৪ নির্বাচনে রামমন্দিরই সবথেকে বড় ইস্যু হয়ে উঠবে, বিজেপি রামমন্দিরকে সবথেকে বড় হাতিয়ার করবে তা নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহের অবকাশ ছিল না। কিন্তু ২০২৪ নির্বাচনের অন্যতম বড় চমক দেখা গেল সেখানেই।
আরও পড়ুন: মহারাষ্ট্রে চমক, দল ভেঙেও পিছিয়ে শিন্ডে-অজিত-বিজেপি
আজ যে জেলার নাম অযোধ্যা তার নাম আগে ছিল ফৈজাবাদ। জেলার নাম পাল্টালেও লোকসভা আসনের নাম ফৈজাবাদই থেকে গিয়েছে। এ আসনে হ্যাটট্রিকের আশায় ছিল বিজেপি। প্রচারে হিন্দুত্ববাদ, সনাতন ধর্মই ছিল প্রধান ইস্যু। কিন্তু তা কাজে লাগল না। সম্ভবত দারিদ্র, বেকারত্ব বড় হয়ে দাঁড়াল।
দীপাবলির আগের রাতে রামমন্দির চত্বরে ২২ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল। তার পরের দিনই সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে দেখা যায়, সরযূর ঘাটে প্রদীপ থেকে তেল নিয়ে পাত্রে ভরছে। অখিলেশ মন্তব্য করেন, “যেখানে দারিদ্র প্রদীপ থেকে তেল নিয়ে যেতে বাধ্য করে, সেখানে উৎসবের আলো টিমটিম করে। আমাদের একটাই কামনা, এমন এক উৎসব হোক যাতে শুধু ঘাট নয়, প্রত্যেকের ঘর আলোকিত হয়ে ওঠে।”
এদিন গণনা শুরু হতেই দেখা যায় বিজেপি প্রার্থী লালু সিং পিছিয়ে পড়েছেন। পাঁচ রাউন্ডের গণনা শেষে ১৫০০০ ভোটে এগিয়ে যান সপা প্রার্থী অবধেশ। অযোধ্যার ট্রেন্ড দেখা গিয়েছে গোটা উত্তরপ্রদেশেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, এনডিএ জোট এগিয়ে ৩৯টি আসনে।
দেখুন অন্য খবর: