ওয়েব ডেস্ক: কয়েক বছর ধরেই এবিভিপি(ABVP) প্রচেষ্টা চালাচ্ছিল যাদবপুরের ক্যাম্পাসের (Jadavpur University) ভিতর রামনবমী উদযাপনের। কিন্তু কোনভাবেই সেই সুযোগ হয়ে উঠছিলনা। তবে এবার সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) টেকনোলজি ভবন রামনবমী উদ্দযাপনের জন্য সেজে ওঠে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল রামনবমীর পালন করল আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
যদিও রামনবমী (Ram Navami) পালনে অনুমতি দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু অনুমতি না মেলায় তাকে রীতিমত বুড়ো আঙুল দেখিয়ে ক্যাম্পাসের ভিতর রামলালার মূর্তি স্থাপন করে চলল রাম আরাধোনা।
ইতিমধ্যেই এই ঘটনাকে কটাক্ষ করে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) দাবি, রবিবার ছুটির দিন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গেড়ুয়া ছাত্র সংগঠন এই পুজো করার সুযোগ পেয়েছে। যদিও এবিভিপি ছাত্র সংগঠনের স্পষ্ট চ্যালেঞ্জ, যাদবপুরে রামনবমী হবেই।
আরও পড়ুন: কর্তৃপক্ষের নির্দেশিকা উপেক্ষা করে রামনবমী উপলক্ষে সাজো সাজো রব যাদবপুরে
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এবিভিপি ছাত্র সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছিল ক্যাম্পাসের ভিতর রামনবমী পালনের। কিন্তু রবিবাসরীয় সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর এবিভিপির (ABVP) তরফ থেকে রামনবমী পালনের প্রস্তুতি। কিন্তু রামনবমী ক্যাম্পাসে পালন করা হবে কিনা এই নিয়ে গতকাল পর্যন্ত দেখা দিয়েছিল অনিশ্চয়তা।
কারণ রামনবমী উৎসবকে কেন্দ্র করে দীর্ঘ আলোচনা হতে দেখা গেছে যাদবপুর জুড়ে। কিছুদিন আগে একদল পড়ুয়া কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন, যাতে এবছর তাঁদের ক্যাম্পাসের ভিতর রামনবমী পালন করার অনুমতি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২৮ মার্চ ছাত্রছাত্রীদের তরফ থেকে ক্যাম্পাসের ভিতর রামনবমী উদযাপনের আবেদন করা হয়। সেই আবেদনপত্রে ছাত্র ছাত্রীরা জানিয়েছিলেন ৬ এপ্রিল, অর্থাৎ রবিবার বেলা ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে রামনবমী পালন করতে চায় তাঁরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মানা হয়নি সেই আবেদন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় এই ধরনের কোনও অনুষ্ঠান পালনের অনুমতি দেওয়া হবেনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
তবে সেই নির্দেশিকাকে উপেক্ষা করে সকাল থেকে দেখা গেল রামনবমী উৎসবকে কেন্দ্র করে সেজে ওঠে যাদবপুরের টেকনোলজি ভবন। আর তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল রাম মূর্তি স্থাপন করে ক্যাম্পাসের ভিতর চলছে পূজার্চনা।
দেখুন অন্য খবর