ওয়েব ডেস্ক: সোমবার রাজ্য মন্ত্রীসভা বৈঠকে গৃহীত হল একাধিক গুরত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যের ৪টি দফতরে রয়েছে ৫৩টি শূণ্যপদ, আর যাতেই হতে চলেছে নিয়োগ। জানা যাচ্ছে, ক্রীড়াবিদদের জন্য পুলিশে হতে চলেছে সরাসরি নিয়োগ।
নবান্ন ( Nabanna) সূত্রে খবর, নগর উন্নয়ন দফতর, খাদ্য সরবারহ দফতর, ক্ষুদ্র, মাঝারি বস্ত্র শিল্প দফতর, এই চারটি বিভাগে মোট ৫৩টি শূণ্য বিভাগ রয়েছে। তবে এই বিভাগের বেশিরভাগেই আপাতত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই, মন্ত্রীসভার পক্ষ থেকে মিলেছে অনুমোদন। খুব শীঘ্রই শুরু হতে চলেছে নিয়োগ।
আরও পড়ুন: ১০০ টাকার বদলে সবুজ সাথী সাইকেল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
জানা যাচ্ছে রাজ্যের মন্ত্রিসভায় একটি নতুন নিয়োগবিধির অনুমোদন দেওয়া হয়েছে। যার জেরে রাজ্যের পদকজয়ী ক্রীড়াবিদরা সরাসরি পুলিশের সাব-ইন্সপেক্টর (আর্মস), ইন্সপেক্টর (আর্মস) এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের সুযোগ পাবেন। আর নবান্নের এই সিদ্ধান্তে রাজ্যে বেশকিছু নতুন নিয়োগ হতে চলেছে বলে জানা যাচ্ছে।
দেখুন অন্য খবর