কাটোয়া: দীর্ঘদিনের ভালবাসা। সেই ভালোবাসায় প্রত্যাখ্যান করায় কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করল ১৮ বছরের এক যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের হাটমুর গ্রামে। পুলিস জানিয়েছে মৃত ওই যুবকের নাম আশাবুল শেখ। কাটোয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, কেতুগ্রামের হাটমুড় গ্রামের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আশাবুল শেখ। গ্রামেরই একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিনের ভালবাসার সম্পর্ক ছিল আশাবুলের। আশাবুলের পরিবারের দাবি, ওই মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না। সব জেনেই মেয়েটির পড়াশুনোর সমস্ত খরচই চার বছর ধরে দিত আশাবুল।
আরও পড়ুন: Anubrata Mandal: কেষ্টর জামাইবাবুর রাইস মিলে সিবিআই হানা
আশাবুলের বাবা আতর শেখের অভিযোগ, গতকাল রাতে তাঁর ছেলেকে মেয়েটির বাবা ও মা পুরোপুরি বলে দেয় তাঁর সঙ্গে বিয়ে দেবে না। এরপর আশাবুল মেয়েটির পরিবারের সকলকে নিয়ে কনফারেন্স কলে রাজি করানোর চেষ্টা করে। তবে তাতেও রাজি না হওয়ায় রাত ১১টার পর কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে ফেসবুকে ও বন্ধুদের এ কথা জানিয়ে যায় বলে দাবি আশাবুলের বাবার।