এই মুহূর্তে গ্ৰাম বাংলায় বিলুপ্তির পথে মেছো বিড়াল। কিন্তু শনিবার বিকেলে একাধিক বিরল প্রজাতির মেছো বিড়াল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় বারুইপুরে। শোনা যায় বকুলতলা থানার উত্তর পদুয়া গ্রামে এদিক-ওদিক ঘোরাফেরা করছে বেশ কয়েকটি ফিশিং ক্যাট। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় বারুইপুর রেঞ্জের কুলতলীর পিয়ালী ফরেস্ট অফিসের কর্মীরা। তাঁরা দেখসনে পৌঁছে দকেহতে পান, ধান ক্ষেতে তিনটি মেছো বিড়াল ঘোরাফেরা করছে। বনদপ্তরের কর্মীরা লুপ্তপ্রায় বিরল প্রজাতির মেছো বিড়াল গুলি উদ্ধার করে নিয়ে আসে কুলতলীর পিয়ালী ফরেস্ট অফিসে। বনদপ্তরের কর্মীরা জানান আজ রবিবার মেছো বিড়াল গুলির শারীরিক পরীক্ষার পর সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
দেখুন আরও খবর: