কলকাতা: বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদির সমালোচনায় আরএসএস, বিজেপি নেতা। মঙ্গলবার নিউব্যারাকপুরের আরএসএস (RSS) সংগঠনের সনাতন নাগরিক মঞ্চের সভায় এক নেতা বলেন, “ভারতের সরকার চুপ থাকবে এটা হতে পারে না। সবাই মিলে চিঠি লিখুন নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। আপনি রিঅ্যাক্ট করুন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হবে, আর আপনি নোবেল প্রাইজ পাওয়ার জন্য গোটা বিশ্ব ঘুরে বেড়াবেন? এই জন্য আপনাকে আমরা ক্ষমতায় বসাইনি।”
ওই আরএসএস নেতা আরও বলেন, “আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সব নিয়ে বলব নাকি? ইন্দিরা গান্ধী (Indira Gandhi) যা পেরেছিলেন, নরেন্দ্র মোদি তা করতে পারছেন না।” আরএসএস-এর ওই সভায় বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়কে (Raju Banerjee) দেখা গিয়েছে।
আরও পড়ুন: আদানির গ্রেফতারির দাবিতে ফের সোচ্চার রাহুল গান্ধী
প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণদাসের (Chinmay Krishna Das) গ্রেফতারি নিয়ে তুমুল শোরগোল পড়েছে। ওপার বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার শক্তহাতে সেই বিক্ষোভ দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা পরিস্থিতি আরও অগ্নিগর্ভ করে তুলেছে। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকারও।
বাংলাদেশের ঘটনা নিয়ে কড়া মনোভাব নিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) এক কড়া বার্তায় বলেছে, যে কোন উপায়ে বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে নিরাপত্তা পান তা সে দেশের সরকারকে দেখতে হবে। তাদের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর যেন আক্রমণ না হয়।
দেখুন অন্য খবর: