skip to content
Tuesday, January 21, 2025
Homeরাজ্যদলের একাংশ তৃণমূলের সঙ্গে সেটিং করে নিয়েছে, জিতে বিস্ফোরক অভিযোগ সৌমিত্রের
Saumitra Khan

দলের একাংশ তৃণমূলের সঙ্গে সেটিং করে নিয়েছে, জিতে বিস্ফোরক অভিযোগ সৌমিত্রের

অভিষেক, সুজাতার প্রশংসায় পঞ্চমুখ বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী

Follow Us :

বিষ্ণুপুর: ভোটে জিতেই দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি নেতা সৌমিত্র খাঁ  (Saumitra Khan )। মা্ত্র ৫৫৬৭ ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র। বুধবার তিনি বলেন, তৃণমূলে থাকলে আমি অন্তত দেড় লাখ ভোটে জিততাম। তাঁর অভিযোগ, জেলার ব্লক থেকে শুরু করে মহকুমা, জেলা এবং রাজ্য নেতৃত্বের একাংশ তৃণমূলের সঙ্গে সেটিং করে নিয়েছিল। তাই তাঁর মার্জিন এক কম।

বঙ্গ বিজেপির ভরাডুবির মূল্যায়ন করতে গিয়ে সৌমিত্র বলেন, দলের মাথায় অনভিজ্ঞ লোককে বসিয়ে রাখা রয়েছে। তাঁদের নীচে নামাতে হবে। সৌমিত্রর পর্যবেক্ষণ দিলীপ  ঘোষের মতো নেতাদের জেতা কেন্দ্র থেকে সরানো উচিত হয়নি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসাও শোনা যায়। লড়াইয়ের ময়দানে সৌমিত্রের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা। তিনিও খুব ভালো ফাইট দিয়েছেন বলে দাবি করেন বিজেপি নেতা।  

আরও পড়ুন: হারের পিছনে চক্রান্ত ও কাঠিবাজির তত্ত্ব সামনে আনলেন দিলীপ

 ২০২৪-এর লোকসভা ভোটে অবিশ্বাস্য কামব‌্যাক হল তৃণমূলের। বিজেপি বঙ্গে বিপর্যস্ত। গত লোকসভা ভোটে বিজেপি বাংলায় ১৮টা আসন পেয়েছিল। সেখানে এবার বিজেপির আসন নেমে ১২-তে এসে দাঁড়িয়েছে। গতবারের জেতা একাধিক হেভিওয়েট প্রার্থী হেরে গিয়েছেন। শুধু বাংলায় নয়, দেশের একাধিক রাজ্যে বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়েছে। সেই নিয়ে বঙ্গ বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব হারের মূল্যায়ন করতে বসবেন। তার আগেই দলের হার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সদ্য জয়ী বিষ্ণুপুরের বিজেপি নেতা সৌমিত্র। দলের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিজেপির যেটুকু জয় এসেছে, তা সম্ভব হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের জন্য। আরএসএস কর্মীদের জন্যই তিনি জয় পেয়েছেন বলে দাবি সৌমিত্রর। সৌমিত্র বলেন, আমাদের অনেক নেতার সঙ্গে তৃণমূলের একটা গঠনমূলক সম্পর্ক তৈরি হয়ে গেছিল।  রাজনীতিতে যাঁরা জীবনে ভোটে জেতেননি, তাঁরা রাজ্যে সংগঠন চালাবেন, এটা হয় না। রাজ্য চালাবেন তাঁরা, যাঁরা জিতে আসেন। আমাদের অনেক নেতার অনেক অহঙ্কার হয়ে গিয়েছে। সেই অহঙ্কার ত্যাগ করতে হবে।

সৌমিত্র স্বীকার করেন, ভোটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একশো শতাংশ ফয়দা পেয়েছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার এবং সংখ্যালঘু ফ্যাক্টর তৃণমূলের পক্ষে কাজ করেছে। বিজেপি মহিলা মুখ তৈরি করতে পারেনি।  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিরও প্রশংসা করে তিনি  বলেন, অভিষেকরা এক-একটা লোকসভা কেন্দ্রের দুটি করে বিধানসভা ক্ষেত্র টার্গেট করে নিয়েছিল। তৃণমূল কর্মীরা প্রহরায় ছিল। কিন্তু বিজেপি তা করেনি।  

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Junior Doctors | RG Kar Case Update | যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের, কী বলছেন জুনিয়র ডাক্তাররা?
57:29
Video thumbnail
RG Kar Case Update | যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের
01:18:35
Video thumbnail
RG Kar Case Update | Judge | আমৃ*ত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের, বিচারক কী কী জানিয়েছেন? দেখুন এই ভিডিও
37:36
Video thumbnail
RG Kar Update | শুরু সাজা ঘোষণার প্রক্রিয়া, কী হচ্ছে এই মুহুর্তে? দেখুন সরাসরি
02:59:28
Video thumbnail
RG Kar Case Update | সাজা ঘোষণার পর বিরাট মন্তব্য নির্যাতিতার বাবা-মা'র , কী বললেন শুনুন
34:15
Video thumbnail
RG Kar Case Update | আমৃ*ত্যু কারাবাস সঞ্জয় রায়ের
37:56
Video thumbnail
RG Kar Case Update | দুপুর ২.৪৫ মিনিটে সাজা ঘোষণা জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস
02:08:00
Video thumbnail
R G Kar Case Update | আমাকে ফাঁসানো হয়েছে আদালতে বিরাট মন্তব্য সঞ্জয় রায়ের, আর কী কী বললেন সঞ্জয়?
56:13
Video thumbnail
RG Kar | Mamata Banerjee | আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, কী বললেন মমতা?
02:53:26
Video thumbnail
RG Kar Case Update | রুদ্রাক্ষের মালা কি বাঁচাবে সঞ্জয়কে?
52:13