বিষ্ণুপুর: ভোটে জিতেই দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Saumitra Khan )। মা্ত্র ৫৫৬৭ ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র। বুধবার তিনি বলেন, তৃণমূলে থাকলে আমি অন্তত দেড় লাখ ভোটে জিততাম। তাঁর অভিযোগ, জেলার ব্লক থেকে শুরু করে মহকুমা, জেলা এবং রাজ্য নেতৃত্বের একাংশ তৃণমূলের সঙ্গে সেটিং করে নিয়েছিল। তাই তাঁর মার্জিন এক কম।
বঙ্গ বিজেপির ভরাডুবির মূল্যায়ন করতে গিয়ে সৌমিত্র বলেন, দলের মাথায় অনভিজ্ঞ লোককে বসিয়ে রাখা রয়েছে। তাঁদের নীচে নামাতে হবে। সৌমিত্রর পর্যবেক্ষণ দিলীপ ঘোষের মতো নেতাদের জেতা কেন্দ্র থেকে সরানো উচিত হয়নি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসাও শোনা যায়। লড়াইয়ের ময়দানে সৌমিত্রের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা। তিনিও খুব ভালো ফাইট দিয়েছেন বলে দাবি করেন বিজেপি নেতা।
আরও পড়ুন: হারের পিছনে চক্রান্ত ও কাঠিবাজির তত্ত্ব সামনে আনলেন দিলীপ
২০২৪-এর লোকসভা ভোটে অবিশ্বাস্য কামব্যাক হল তৃণমূলের। বিজেপি বঙ্গে বিপর্যস্ত। গত লোকসভা ভোটে বিজেপি বাংলায় ১৮টা আসন পেয়েছিল। সেখানে এবার বিজেপির আসন নেমে ১২-তে এসে দাঁড়িয়েছে। গতবারের জেতা একাধিক হেভিওয়েট প্রার্থী হেরে গিয়েছেন। শুধু বাংলায় নয়, দেশের একাধিক রাজ্যে বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়েছে। সেই নিয়ে বঙ্গ বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব হারের মূল্যায়ন করতে বসবেন। তার আগেই দলের হার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সদ্য জয়ী বিষ্ণুপুরের বিজেপি নেতা সৌমিত্র। দলের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিজেপির যেটুকু জয় এসেছে, তা সম্ভব হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের জন্য। আরএসএস কর্মীদের জন্যই তিনি জয় পেয়েছেন বলে দাবি সৌমিত্রর। সৌমিত্র বলেন, আমাদের অনেক নেতার সঙ্গে তৃণমূলের একটা গঠনমূলক সম্পর্ক তৈরি হয়ে গেছিল। রাজনীতিতে যাঁরা জীবনে ভোটে জেতেননি, তাঁরা রাজ্যে সংগঠন চালাবেন, এটা হয় না। রাজ্য চালাবেন তাঁরা, যাঁরা জিতে আসেন। আমাদের অনেক নেতার অনেক অহঙ্কার হয়ে গিয়েছে। সেই অহঙ্কার ত্যাগ করতে হবে।
সৌমিত্র স্বীকার করেন, ভোটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একশো শতাংশ ফয়দা পেয়েছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার এবং সংখ্যালঘু ফ্যাক্টর তৃণমূলের পক্ষে কাজ করেছে। বিজেপি মহিলা মুখ তৈরি করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিরও প্রশংসা করে তিনি বলেন, অভিষেকরা এক-একটা লোকসভা কেন্দ্রের দুটি করে বিধানসভা ক্ষেত্র টার্গেট করে নিয়েছিল। তৃণমূল কর্মীরা প্রহরায় ছিল। কিন্তু বিজেপি তা করেনি।
অন্য খবর দেখুন