
বাঁকুড়া: লোকসভা ভোটের (Loksabha Vote) আগে ফের হুঁশিয়ারি ও পাল্টা চ্যালেঞ্জে সরগরম বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan) প্রকাশ্যে হুমকি দিলেন, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল (TMC) দাদাগিরি করতে গেলে চামড়া তুলে নেব। ওই লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতার পাল্টা চ্যালেঞ্জ, আমাদের কর্মীরা পিঠ খুলে বসে আছে। ক্ষমতা থাকলে মারুন। তারপর আপনি কীভাবে ফিরে যান তা আমাদের মহিলা কর্মীরা বুঝে নেবে।
লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিজেপি ও তৃনমূল নেতা ও প্রার্থীদের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে উত্তাপ বাড়ছে বিষ্ণুপুর লোকসভায়। গতকাল বড়জোড়া ব্লকের ছান্দারে প্রচারে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তৃনমূল নেতা ও প্রার্থীকে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। সৌমিত্র খাঁ বড়জোড়ার তৃনমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কারখানায় তোলাবাজির অভিযোগ প্রসঙ্গ বলতে গিয়ে একহাত নেন বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী তথা নিজের প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলকেও। সৌমিত্র খাঁর হুঁশিয়ারি বিষ্ণুপুর লোকসভায় দাদাগিরি করতে গেলে পিঠের চামড়াটা তুলে দেব। সৌমিত্র খাঁর এই মন্তব্যর পরে তাঁকে কড়া চ্যলেঞ্জ ছুঁড়েছেন তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডল। সুজাতার দাবি, সৌমিত্র ইতিমধ্যেই জোকারে পরিণত হয়েছেন। আমাদের কর্মীরা পিঠ খুলে বসে আছে। তিনি মায়ের দুধ খেয়ে থাকলে আসুন, আমাদের মারুন। তারপর আপনি কীভাবে ফিরে যান তা আমাদের মহিলা কর্মীরা বুঝে নেবে।
আরও পড়ুন: স্কুলে বেত খেয়েছিলাম: প্রধান বিচারপতি
আরও খবর দেখুন