নয়াদিল্লি: ওবিসি শংসাপত্র (OBC Certification) মামলায় নোটিস দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং সেই সঙ্গে রাজ্যের কাছে হলফনামা চাইল। পশ্চিমবঙ্গের (West Bengal) প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং স্থগিতাদেশের আবেদন করে শীর্ষ আদালতে যায় রাজ্য।
সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice DY Chandrachud) বেঞ্চ ওবিসি তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা চেয়েছে।
আরও পড়ুন: মুষলধারে বৃষ্টি ডুয়ার্সে, জলমগ্ন একাধিক এলাকা
৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করতে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, কমিশনের সঙ্গে পরামর্শে কোনও ঘাটতি ছিল না, জানিয়ে এক সপ্তাহের মধ্যে হলফনামা সহ ব্যাখ্যা দিতে হবে রাজ্যকে। রাজ্যের বক্তব্য শোনার পরেই আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। আপাতত কাঙ্ক্ষিত স্থগিতাদেশ পেল না রাজ্য সরকার।
প্রসঙ্গত, ২০১০ সালের পর যে ওবিসি শংসাপত্রগুলি তৈরি হয়েছিল, সেগুলি বেআইনি বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। গত ২২ মে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়।
হাইকোর্টের ওই নির্দেশ নিয়ে আপত্তি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্য সরকার ও রাজ্যের অনগ্রসর শ্রেণিভুক্ত কমিশন ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার সুপ্রিম কোর্টে মূল মামলাকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়।
দেখুন অন্য খবর: