নয়াদিল্লি: উচ্চ প্রাথমিক নিয়োগে সমস্ত এসএলপি (Special Leave Petition) মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিল, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনেই হবে নিয়োগ। নিয়োগপত্র দিতে বাধা নেই বলেও জানাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice DY Chandrachud) বেঞ্চ। ১৪ হাজার শূন্যপদে কাউন্সেলিং এবং নিয়োগে কোনও হস্তক্ষেপ করা হবে না জানিয়ে দিল শীর্ষ আদালত।
এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে রাজীব ব্রহ্মের করা এসএলপিতে অভিযোগ ছিল, কাউন্সেলিংয়ের সময় সংরক্ষণ নীতি মানা হয়নি। তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। ওই সমস্ত আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বেঞ্চ।
আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি
গত ২৮ অগস্ট বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায়, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় আট বছর পরে ১৪,০৫২ পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি।
দেখুন অন্য খবর: