কলকাতা: রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন (Second Phase Election)। এই দফায় বাংলায় তিনটি আসন বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিংয়ে নির্বাচন। ভোটগ্রহণ ঘিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। কড়া নিরাপত্তায় মোড়া ওই তিন কেন্দ্র। দ্বিতীয় দফার নির্বাচনের (Second Phase Election) আগেই রাজ্যে এসেছে আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নির্বাচন কমিশনের (Election Commission) সূত্রে খবর। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ট হয়। মানুষ যাতে ভয়হীন হয়ে বুধমুখি হন সেটাই লক্ষ্য কমিশনের। রাজ্যের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে থাকছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ থাকবে ১২ হাজার ৯৮৩। এর মধ্যে দার্জিলিংয়ের জন্য় থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট কেন্দ্রের জন্য থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের জন্য সবচেয়ে বেশি সংখ্য়ায় কেন্দ্রীয় বাহিনী থাকছে- ১১১ কোম্পানি। এছাড়াও
কমিশন সূত্রের খবর, তিন থেকে পাঁচ বুথ বিশিষ্ট কেন্দ্রে ন্যূনতম ১২ জন জওয়ান প্রহরা দেবেন। পাঁচের বেশি বুধ যেখানে আছে, সেখানে ন্যূনতম ১৮ জন জওয়ান মোতায়েন থাকবে বুথের প্রহরার জন্য। প্রত্যেকটি বুথ সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা। এদিন যে ৩ কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে দার্জিলিংয়ে। তার জন্য কড়া নজরদারি রাখতে কেন্দ্রীর বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর ৫-৬ জনকে দিয়ে কুইক অ্যাকশন ফোর্স থাকছে। বৃহস্পতিবার সকাল থেকে বালুরঘাট ডিসিআরসি সেন্টারে ভিড় ভোট কর্মীদের।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে আইনজীবী বিকাশ ভট্টাচার্য
অন্যদিকে বালুরঘাট লোকসভার চারটি বিধানসভা বালুরঘাট,তপন,কুমারগঞ্জ,গঙ্গারামপুর এই বিধানসভা গুলির ডিসিআরসি সেন্টার করা হয়েছে বালুরঘাট কলেজে অন্যদিকে বুনিয়াদপুর কলেজে করা হয়েছে কুশমন্ডি ও হরিরামপুর বিধানসভার ডিসিআরসি পাশাপাশি বালুরঘাট লোকসভার ইটাহার বিধানসভার ডিসিআরসি করা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ডিসিআরটির পাশাপাশি বালুরঘাট হাই স্কুল মাঠ ও টাউন ক্লাব মাঠ থেকে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। আজকের মধ্যেই তারা নির্দিষ্ট সময়ে পুলিং স্টেশনে পৌঁছে যাবেন। ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীদের হাতে নির্বাচনের সামগ্রি প্রদান করা হচ্ছে। প্রত্যেক বুথে পুলিশের পাশাপাশি কেন্দ্র বাহিনী জাওয়ারা মোতায়ন থাকবে।
এই তিনটি লোকসভা আসনে
মোট বুথ ৫২৯৮
দার্জিলিং ১৯৯৯
রায়গঞ্জ ১৭৩০
বালুরঘাট ১৫৬৯
কোন কেন্দ্রে কত স্পর্শকাতর বুথ:
দার্জিলিং: ৭৩৯ বুথ
বালুরঘাট: ১৯২ বুথ
রায়গঞ্জ: ২১০ বুথ
প্রতিটি বুথেই হবে ওয়েবকাস্টিং।
মাইক্রো অবজারভার ৪৯৬
দার্জিলিং ২০২
রায়গঞ্জ ১৬৯
বালুরঘাট ১২৫
অন্য খবর দেখুন