নদিয়া: সুপ্রিম নির্দেশের পর শান্তিপুর রাজ্য হাসপাতালে আউটডোরে ফিরে চিকিৎসা শুরু চিকিৎসকদের। কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের কাজে ফিরতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এর পরই অস্থায়ী আউটডোর থেকে মূল আউটডোরে পরিষেবা শুরু শান্তিপুর হাসপাতালের চিকিৎসকদের। বৃহস্পতিবার হাসপাতালের চিকিৎসকেরা সকাল থেকেই রোগী দেখছেন।
তবে ৩৬ ঘণ্টা চিকিৎসকদের কাজ করানো প্রসঙ্গে তাঁরা জানান, এটা এক একটা হাসপাতালের পরিকাঠামোগত বিষয়। তবে সুপ্রিম কোর্ট যদি এই রায় দিয়ে থাকেন তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি সেই বিষয়ে ওয়াকিবহল হবে। সেইভাবে চিকিৎসকদের কাজের সময় করা হবে। তবে টানা ডিউটি করলে সত্যিই চিকিৎসকদের অসুবিধে হয়। সে বিষয়ে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে যদি ডিউটি দেওয়া হয় তাহলে অনেকটাই সুবিধা হবে।
আরও পড়ুন: চেক বইয়ে সই জাল করে লক্ষাধিক টাকা উধাও গৃহবধূর