জয়নগর: জয়নগর তৃণমূল নেতা খুনে গ্রেফতার শাহরুল শেখ (২৩)। তার বাড়ি ডায়মন্ডহারবারের নেতড়া এলাকায়। শাহারুল চুরি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। পুলিশের জেরায় জানা গিয়েছে, একটি চুরির কাজ আছে বলে তার সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সুত্র ধরে তাকে মৃত তৃণমুল নেতা সইফুদ্দিন লস্করের বাড়ি এলাকাতেই একজনের বাড়িতে চারদিন ধরে রাখা হয়। সইফুদ্দিনের গতিবিধি নজরদারি করার জন্য শাহরুলকে ওই বাড়িতে রাখা হয়। ভোরবেলা নামাজ পড়তে যেতেন সইফুদ্দিন। ওই সময়টাকেই বেছে নেয় দুষ্কৃতীরা।
এই খুনে একলক্ষ টাকা বরাত দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনের কোনও হদিশ পাওয়া যায়নি। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনায় এখনো পর্যন্ত তিনটি মামলা রুজু করা হয়েছে। ১টি তৃণমূল নেতা খুন, দ্বিতীয়টি পিটিয়ে মারার ঘটনা ও তিন নম্বর হল এলাকায় অগ্নিসংযোগ ও বাড়ি ভাঙচুর সহ লুঠপাটের মামলা।
আরও পড়ুন: মিডিয়া ট্রায়াল রুখতে গাইডলাইন চায় সুপ্রিম কোর্ট
ধৃত শাহরুল ও যে দুষ্কৃতীকে পিটিয়ে মারা হয়েছে সাহাবুদ্দিন লস্করের বাড়ি জয়নগরের গোদাবর অঞ্চলে। সাহাবুদ্দিন মুলত সাইকেল নিয়ে যাতায়াত করত। সাহাবুদ্দিনও দর্জির কাজ করত। সেই সুত্র ধরেই শাহরুল ও সাহাবুদ্দিনের যোগাযোগ ছিল বলে সুত্র মারফত জানা গিয়েছে।
মৃত সাহাবুদ্দিনের মেয়ে জানান, ঘটনাটি জানার পর তারা বাবাকে ফোন করলেও কোনও সাড়া পাননি। তার বাবা এর সঙ্গে যুক্ত নন বলেই জানান। প্রথম থেকে তৃণমূল করত বাবা। আইন আদালত থাকা সত্বেও কেন তাঁর বাবাকে এইভাবে পিটিয়ে মারা হয়েছে সেই প্রশ্ন তোলেন রুবিয়া লস্কর।