হুগলি : ভর সন্ধেবেলায় ব্যান্ডেলে শুট আউট। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম লালবাবু গোয়ালা। বয়স ৫১ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, লাল গোয়ালা কোনও একটি কাজ নিয়ে ব্যান্ডেল চত্বরে এসেছিলেন। তখনই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লালবাবু। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ।
তবে কী কারণে তাঁকে গুলি করে খুন করা হল, তা এখনও জানা যায়নি। তবে এর পিছনে পুরনো শত্রুতার জেরে খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।