হাবরা: বুধবার রাতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে হাবরায়। জানা যায়, এক ব্যবসায়ী মগরার দিক থেকে হাবরায় যাচ্ছিলেন। ঠিক সেই সময় কাশিপুর গ্রাম পঞ্চায়েতের কুমড়ো গ্যাস গোডাউনের সামনে কিছু দুষ্কৃতী তাঁকে দাঁড়াতে বলে। এরপর ওই ব্যবসায়ীরা যথারীতি গাড়ি থামিয়ে দাঁড়ায়। কিন্তু ঠিক তার পরেই ওই দুষ্কৃতীর হাবভাব দেখে তাঁর সন্দেহ হয় এবং অবস্থা বেগতিক বুঝে তাঁরা গাড়ি চালিয়ে ওই জায়গা ছেড়ে যাওয়ার চেষ্টা করেন।
কিন্তু তা সম্ভব হয় না। কারণ জায়গা ছেড়ে পালানোর আগেই ওই ব্যবসায়ীর ব্যাগ ধরে টানাটানি করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হাত থেকে কোনও রকমে ব্যাগ ছিনিয়ে নিয়ে ওই ব্যবসায়ী কি স্থান থেকে চম্পদ দেন। পাল্টা ওই ব্যবসায়ীকে ধাওয়া করেন ধাওয়া করে এবং দূর থেকে ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা।
আরও পড়ুন: নবমী থেকে বৃষ্টি শুরু, ওয়েদার অফিসের পূর্বাভাস বিস্তারিত জেনে নিন
ঘটনায় ৪৫ বছরে ব্যবসায়ী স্বপন সাহার পায়ে গুলি লাগে। চিকিৎসার জন্য ব্যবসায়ীকে হাবরা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় ওই ব্যক্তিকে কলকাতা রেফার করা হয়, বর্তমানে তিনি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার পিছনে আসল কারণ কী রয়েছে তা তদন্ত করছে হাবরা থানার পুলিশ। এলাকার রাস্তার বিভিন্ন অলিগলিতে নাকা চেকিং চলছে।
দেখুন আরও খবর: