Monday, June 23, 2025
Homeরাজ্যবাজেটে বঞ্চিত বাংলা, ক্ষুব্ধ মমতা
Mamata Banerjee on Union Budget 2024

বাজেটে বঞ্চিত বাংলা, ক্ষুব্ধ মমতা

আমাদের টাকা আমাদের দেয়নি, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Follow Us :

কলকাতা: কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত বাংলা। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন, তাতে বাংলা কার্যত কিছুই পায়নি। এনডিএর বড় দুই জোট শরিক নীতীশ কুমারের বিহার এবং চন্দ্রবাবু নায়ডুর অন্ধ্রপ্রদেশকে একেবারে ছপ্পড় ফরকে টাকা দেওয়া হয়েছে। সে কারণেই বিরোধীরা দাবি করছেন, এই বাজেট হল জোটসঙ্গীদের বাঁচানোর, নিজেদের কুর্সি বাঁচানোর বাজেট। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বাজেট দেখে রেগে আগুন। বিধানসভায় নিজের ঘরে বসে সাংবাদিক বৈঠক ডেকে মমতা বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন। তিনি বলেন, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। জবাব মিলবে ভোটে।

কেন্দ্রীয় বাজেটে বিজেপির দুই সঙ্গী নীতিশ কুমারের বিহার এবং চন্দ্রবাবি নায়ডুর অন্ধ্রপ্রদেশকে দুহাত উপুড় করে সাহায্য করা হয়েছে। দুই জোটসঙ্গী নেতা যাঁর যাঁর নিজের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ কিংবা বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি করেছিলেন অনেক আগেই। কিন্তু বর্তমান সাংবিধানিক পরিকাঠামোয় তা দেওয়া সম্ভব নয় বলে নীতীশ কুমারদের জানিয়ে দিয়েছিল বিজেপি। কিন্তু তাঁদের যে বঞ্চনা করে হবে না, সেই আশ্বাসও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: নীতীশ-চন্দ্রবাবুদের তোষণের বাজেট, তোপ কুণাল ঘোষের

রবিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকেও নীতীশের দল জেডিইউয়ের নেতারা বিশেষ আর্থিক প্যাকেজ কিংবা বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছিলেন। জেডিইউ সাংসদ রামপ্রীত সিং চিঠি লিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন, কেন্দ্রীয় সরকার বিহারকে এই সুবিধা দেওয়ার ব্যাপারে কী ভাবছে। জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জেডিইউ সাংসদকে জানিয়ে দেন, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়, তার কারণও ব্যাখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণের পরই বিরোধীরা একযোগে এটিকে কুর্সি বাঁচানোর এবং জোটসঙ্গীদের খুশি করার বাজেট বলে কটাক্ষ করেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা প্রমুখ বাজেটের সমালোচনা করেন। বিধানসভা ভবনে নিজের ঘরে বসে কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাত্র দুদিন আগে ২১ জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে আগামিদিনে বিজেপিকে এক ইঞ্চি জমি না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা এবং শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পের টাকা যে কেন্দ্রীয় সরকার দুবছর ধরে আটকে রেখেছ, তা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন মমতা-অভিষেক। মঙ্গলবার নির্মলা সীতারামনের বাজেট দেখে ক্ষুব্ধ মমতা ফের বলেন, আমাদের প্রাপ্য টাকা পর্যন্ত দেয়নি ওরা।

আর দুবছরের মধ্যেই রাজ্যে বিধানসভার নির্বাচন। লোকসভা ভোটে শাসকদলের প্রচারের অন্যতম হাতিয়ার ছিল বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা। মঙ্গলবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি সেই বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা থেকে শুরু করে তাবড় তৃণমূল নেতারা। আগামিদিনে যে এই বঞ্চনাই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বড় হাতিয়ার হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

দেখুন বিস্তারিত খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Iran-Israel | শেষমেশ সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ইরান, ভয়ে কাঁপছে ইজরায়েল
00:00
Video thumbnail
Iran-Israel | খোররামশহর -৪ এই মিসাইলে ইজরায়েলকে ধুলো করে দিল ইরান, দেখুন সেই দৃশ‍্য
00:00
Video thumbnail
Iran-India | হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত ইরানের, ভয়ে কাঁপছে গোটা বিশ্ব, কী করবে ভারত?
00:00
Video thumbnail
Iran-Israel | ইজরায়েলকে ছারখার করেছে ইরানের খাইবার শেকান ক্ষে/পণা/স্ত্র, কতটা খত/রনাক?
00:00
Video thumbnail
Iran | America | ইরানে হা/মলা, আমেরিকাকে জবাব দেবে ফ্রান্স?
00:00
Video thumbnail
Iran-America | ইরানে অ্যা/টা/ক আমেরিকার, কী পদক্ষেপ চিন-রাশিয়ার? দেখুন সবচেয়ে বড় খবর
00:00
Video thumbnail
Stadium Bulletin | বুমরা ম্যাজিক! জমজমাট লিডস টেস্ট
17:48
Video thumbnail
Israel | তেল আভিভের অবস্থা ঠিক কেমন? জেনে নিন সেখানকার বাঙালি পড়ুয়ার থেকে
02:40:51
Video thumbnail
Iran-Israel | শেষমেশ সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ইরান, ভয়ে কাঁপছে ইজরায়েল
03:29
Video thumbnail
Iran-Israel | খোররামশহর -৪ এই মিসাইলে ইজরায়েলকে ধুলো করে দিল ইরান, দেখুন সেই দৃশ‍্য
03:16