Placeholder canvas
HomeScrollরেশনের আটা পাচার, হাতেনাতে ধরলেন গ্রামবাসী

রেশনের আটা পাচার, হাতেনাতে ধরলেন গ্রামবাসী

নদিয়া: শয়ে শয়ে আটার প্যাকেট বস্তাবন্দি করে পাচারের অভিযোগ তাহেরপুরে। আর সেই সময়ই স্থানীয় বাসিন্দাদের এই ঘটনা চোখে পড়ে যায়। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার বীরনগরের ৮ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের হাতে পাকরাও ব্যবসায়ী। রেশনের আটা পাচারের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যে ওই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরনগরের ৮ নম্বর ওয়ার্ডের স্মরজিৎপল্লি চড়ক ডাঙাপাড়ায় একটি কলাবাগানের মধ্যে এই পাচারকার্য চলছিল। প্রশান্ত পাল নামে একজনের নাম উঠে আসে এই ঘটনায়। রেশনের আটা পাচার করার সময়ই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করে ওই বস্তাবন্দি আটা আটকে দেয়। এই ঘটনায় প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে তাহেরপুর থানার পুলিশ গিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে।

আরও পড়ুন:গত ১২ মাস এখনও পর্যন্ত রেকর্ড উষ্ণতম সময়, বলছে সমীক্ষা

রাজ্যজুড়ে যখন রেশন বণ্টন দুর্নীতি নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখনই বীরনগরে বিপুল পরিমাণ রেশনের আটা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত বা কোন রেশন ডিলারের মাধ্যমে এই কাজ হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments