বহরমপুর: বহরমপুরে আগুনে পুড়ে মৃত্যু হল চারজনের। সাগরদিঘির বাহাল নগরের শ্বশুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চারজনের মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শ্বশুরবাড়ির তিনজন সহ অভিযুক্ত জামাইয়েরও মৃত্যু হল আগুনে পুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কুবড়াতন বিবি, তাহেরা বিবি, তফিক শেখ এবং রমজান আলি।
ওই রমজান আলি নিজের শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল বলে অভিযোগ। বিবাহিত হওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ির আর একজনকে বিয়ে করার জেদ ধরেছিলেন রমজান আলি। তাহেরা বিবিকে বিয়ে করতে চেয়েছিল রমজান। ওই ঘটনায় শুক্রবার শ্বশুরবাড়িতে গন্ডগোল চলাকালীন আগুন লাগিয়ে দেয় রমজান বলে অভিযোগ। শনিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়। গতকাল এক শিশুর মৃত্যু হয়েছিল। এখনও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টাকা পয়সা নিয়েও রমজানের গন্ডগোল চলছিল শ্বশুরবাড়ির সঙ্গে বলে পরিবারের লোকেরা জানান। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবে কলকাতা পুলিশ