হুগলি: বলাগড় ব্লকের (Balagarh Block) জিরাট গ্রাম পঞ্চায়েত এলাকার চর খয়রামারি গ্রাম (Char Khyramari)। সেই গ্রামেরই রানীনগর মৌজার গঙ্গার পাড় থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই মাটি কাটা। নদিয়ার দিক থেকে নৌকা করে হুগলির দিকে এসে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আগে রাতের অন্ধকারে মাটি কাটলেও এখন দিনের আলোতেই চলছে মাটি পাচার (Soil Smuggling)। প্রশাসন এবং পুলিশকে জানিয়েও তেমন লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। এলাকাবাসী এই চড়ে চাষাবাদও করে। সেই মাটিও কেটে নিয়ে যাচ্ছে মাফিয়ারা, বলেই অভিযোগ গ্রামবাসীদের।
গ্রামবাসী নির্মল মন্ডল, সুকদেব মন্ডলরা জানিয়েছেন, আমরা চাষ করি এই জমিতে। ওপার থেকে এসে ট্রলার লাগিয়ে অবৈধভাবে সেই মাটি ফসল সমেত কেটে নিয়ে যাচ্ছে। আমরা পুলিশকে জানালে পুলিশ আসে। কিছুদিন বন্ধ থাকে, আবার শুরু হয়। আমরা চাই জমিটা রক্ষা হোক। গঙ্গা লাগোয়া প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই কারবার। কে বা কারা এর পিছনে রয়েছে তাই এখনও পর্যন্ত স্পষ্ট নয় এলাকার গরিব প্রান্তিক চাষীদের কাছে।
আরও পড়ুন: পঞ্চায়েতের দুর্নীতি রুখতে বদলি নীতি চালু রাজ্যের
জিরাট গ্রাম পঞ্চায়েতের (Jirat Panchayet) প্রধানের নেতৃত্বে একটি দল গত কয়েকদিন আগে এই এলাকায় গিয়ে পরিস্থিতি সরেজমিন দেখেন, চাষীদের সঙ্গে কথা বলেন। প্রধান তপন দাস বলেন, পুলিশকে আমরা বিষয়টা জানালে পুলিশ এসে মাঝেমধ্যে দেখে যায়। তখন বন্ধ থাকে মাটি পাচার। কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে মাটি কাটা চলছে তা ভয়ঙ্কর।
এলাকায় গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা। এইভাবে মাটিকাটা চললে সেই ভাঙন আরও বাড়বে। নদিয়া থেকে মাটি মাফিয়ারা এসে এই কাজ করছে জানিয়েছে গ্রামবাসীরা। হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন জানিয়েছেন, আমরা এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। এর আগেও একটা অভিযোগ হয়েছিল আমরা রেড করেছিলাম। যে জায়গায় মাটি কাটা চলছে সেটা অনেকটাই দুর্গম। সহজে যাওয়া যায়না। তবুও আমরা দেখছি দ্রুত ব্যবস্থা নেব।
আরও খবর দেখুন