
বাঁকুড়া: কোতুলপুরে প্রচারের সৌমিত্র খাঁ (Soumitra Khan)। কর্মীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে খেললেন চপ মুড়ি। প্রচারে বেরিয়ে কোতুলপুরের সেলুনে ঢুকে চুল কেটেছিলেন সুজাতা। এবার প্রাক্তন স্ত্রীকে অনুসরন করে কোতুলপুরের সেলুন সৌমিত্র। কোতুলপুরের স্থানীয় একটি ক্লাবে বসন্ত উৎসবে যোগ দিয়ে অনুষ্ঠান শেষে হঠাৎ করেই কোতুলপুর সবজি বাজারে ভোট প্রচার (Election Campaign) ও জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে খেলেন চপ মুড়ি। গত ১৬ মার্চ কোতুলপুরে ভোট প্রচারে গিয়ে সেলুনে ঢুকে এক যুবকের চুল কাটেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল (Trinamool candidate Sujata Mandal)। তবে এদিন সৌমিত্র খাঁ সেলুনে ঢুকেছেন ঠিকই কিন্তু চুল কাটেনি কারও। সেলুনে ঢুকে দীর্ঘ সময় জনসংযোগ সারেন বিজেপি এই প্রার্থী।
প্রচারে গিয়ে ভোটারদের মন জয় করতে সৌমিত্রকে দেখা গেল কখনও সেলুনে আড্ডা দিতে, তো কখনও বাডারে গিয়ে জনসংযোগ সারতে। প্রচার শেষে সৌমিত্র বলেন, কোতুলপুর আমার নিজের ঘর ও কোতুলপুরের মাটি আমায় বড় করেছে আর কোতুলপুরের প্রতিটা কাজ আমি করেছি। এখানে ভোট চাইতে বলতে হয় না ১৩ বছর ধরে এই ব্লকের সঙ্গে যুক্ত এখানে বড় হয়েছি এখানে ভোট চাইতে বলতে হয় না।
আরও পড়ুন: দেওয়াল লিখনে হাত,নাবালককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এর আগেও বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও প্রচারে বেরিয়ে সেলুনের ঢুকে এক খদ্দেরের চুল কাটেন। সুজাতার মতো কোতলপুরে প্রচারের সৌমিত্রকে দেখা গেল সেলুনে যেতে। বিজেপি প্রার্থীর প্রচার নিয়ে কটাক্ষ করে তৃণমূল। তৃণমূলের দাবি. সৌমিত্র খাঁ প্রচারে আসলে তৃণমূলের সুজাতাকেই অনুসরণ করেছেন।
অন্য খবর দেখুন