ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে (Supreme Court Verdict) চাকরি হারিয়েছেন (Recruitment Cancelled) ২৫,৭৫৩ জন। তাঁদের মধ্যে অনেককে ১২% সুদ সহ ফেরত দিতে হবে প্রাপ্ত বেতনও। কিন্তু কাদের বেতন ফেরত দিতে হবে? আদালত জানিয়েছে, প্যানেলে নাম নেই এমন প্রার্থী কিংবা যারা সাদা খাতা জমা দিয়ে বা ওএমআর শিটে জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাঁদের সুদ সহ সমস্ত বেতন ফেরত দিতে হবে। এসসিসি (SSC) যে তথ্য দিয়েছে, তাতে এই সংখ্যাটা ৫ হাজার ৪৮৫ জন।
এখন প্রশ্ন হচ্ছে, এইসব প্রার্থীদের কত টাকা ফেরত দিতে হবে? আসুন হিসেবটা বুঝে নেওয়া যাক। নবম-দশম শ্রেণির চাকরির ক্ষেত্রে জয়েনিং-এর পর একজন কমবেশি ৪০ হাজার টাকা মাইনে পান। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ পর্যন্ত সেইসব শিক্ষক-শিক্ষিকা মোট প্রায় ২৪ লক্ষ টাকার কাছাকাছি বেতন পেয়েছেন। এর উপর ১২% সুদ বসালে তাঁকে প্রায় ২৭ লক্ষ টাকা ফেরত দিতে হবে।
আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিল, প্রতিবাদে সল্টলেকে পথে নামল বিজেপি
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি ৪৪ হাজার টাকার কাছাকাছি। এই হিসাবে এগোলে ২০২৪ পর্যন্ত তাঁরা প্রায় ২৬ লক্ষ টাকা বেতন পেয়েছেন। সেই হিসেবে ১২% সুদ সহ তাঁদের প্রায় ৩০ লক্ষ টাকা ফেরত দিতে হবে।
গ্রুপ-সি কর্মীদের ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় ২৬ থেকে ২৭ হাজার টাকা। সেই হিসেবে ২০২৪ অবধি এইসব কর্মীরা বেতন পেয়েছেন প্রায় ১৬ লক্ষর টাকা। তাঁদের এখন ফেরত দিতে হবে প্রায় ১৮ লক্ষ টাকা। গ্রুপ-ডি কর্মীদের ক্ষেত্রে শুরুতে বেতন হয় ১৯ হাজার টাকার কাছাকাছি। সেই হিসেবে ২০২৪ অবধি তাঁদের মোট বেতন প্রায় ১১ লক্ষ টাকার কাছাকাছি হয়। এখন তাঁদের ফেরত দিতে হবে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা।
দেখুন আরও খবর: