বীরভূম: বিজেপির একটা কথায় ২৬ হাজার শিক্ষকশিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেল বলে ফের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, আট বছর ধরে যারা কাজ করছে, তাদের বলছে চার বছরের বেতন ফেরত দাও সুদ সহ! এটা কি ফাজলামো? কেষ্টহীন বীরভূম ও বর্ধমানে নির্বাচনী সভায় মঙ্গলবার হাইকোর্টের রায় নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। এসএসসি মামলা (SSC Recruitment Scam) নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের(Calcutta High Court Judges) আক্রমণ করে মমতা বলেন, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কী বলব। এই এক কলমের খোঁচায় বলে দিল, যাও, সকলের চাকরি চলে গেল। সেইসঙ্গে মমতা প্রশ্ন তোলেন, যাদের চাকরি চলে গেল, তারা যদি আত্মহত্যা করে, সেটার দায়িত্ব কি বিচারপতিরা নেবেন?
এদিন মমতা বলেন, ২ কোটি চাকরি দেবে বলেছিল বিজেপি, একটি লোকও চাকরি পায়নি। বাংলায় আমরা যখন চাকরি দিই, তখন কোর্টকে দিয়ে চাকরি বাতিল করে ওরা। একতরফা রায় দিয়ে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিলেন। আর বললেন, এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ-সহ ফেরত দিতে হবে। তাঁরা কখনও পারবেন? যাঁরা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাঁদের ঘরের যদি কেউ হত। বিচারপতিদের উদ্দেশে মমতা বলেন, আপনার নিজের ছেলেমেয়ের চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? এদিনও চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী।
অন্য খবর: বিজেপি অভিষেককে খুন করতে চেয়েছিল, দাবি মুখ্যমন্ত্রীর
সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। রায়ে এই নিয়োগ প্রক্রিয়ায় ১৭ দফা অনিয়মের কথা বলে আদালত। ওইদিন নির্বাচনী সভায় চাকরি বাতিলের কথা শুনে মমতা তোপ দাগেন বিচারপতিদের উদ্দেশে। মঙ্গলবারও একই ভাষায় মুখ্যমন্ত্রী আত্রমণ করেন বিচার ব্যবস্থাকে। তিনি বলেন, আমি বিচারকদের কিছু বলছি না। রায়ের সমালোচনা করছি। এই রায় বেআইনি। আমরা সুপ্রিম কোর্টে যাব এর বিরুদ্ধে
মঙ্গলবার মমতা আরও বলেন, নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বলল, বোমা ফাটবে। আরে, বোমা ফাটানোর হলে, আমার উপর রাগ হলে মেরে দে। অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি, অনেক টাকা করেছিস। ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপি করছিস। পুরুলিয়ার চাকরি কে করে দিয়েছিল, নামটা বলব? এতগুলো বাচ্চার চাকরি খেয়ে নাচছিস, একদিন মানুষের বাঁধ ভাঙবে, তখন বুঝবি। তিনি আরও বলেন, বাংলায় বিজেপি বিভাজনের রাজনীতি করছে। বিজেপি সিপিএম, কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা যাতে তৃণমূল না পায়। ওরা তৃণমূল ছাড়া কাউকে ভয় পায় না। দিল্লিতে আমরা ইন্ডিয়া জোটকেই ক্ষমতায় আনব। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির। বাংলায় তৃণমূল যত বেশি সিট পাবে, বিজেপির বিরুদ্ধে লড়াইটা তত শক্তিশালী হবে।
দেখুন ভিডিও