কলকাতা: রাজ্যে রেশন দুর্নীতিতে (Ration Scam) এখনও পর্যন্ত ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। সোমবার রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য। এর মধ্যে ৬৫টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে বলেও জানিয়েছে রাজ্য। দুটি মামলায় ত্রুটি আছে। বাকি ২০টি মামলার তদন্ত চলছে বলে ওই রিপোর্টে জানিয়েছে রাজ্য।
রাজ্যের এই রিপোর্ট নিয়ে নিজেদের বক্তব্য জানাতে চায় ইডি। বিচারপতি জয় সেনগুপ্ত ১৭ জুন ইডিকে ওই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে রাজ্যের হাতে থাকা অন্তত ৬টি মামলার তদন্তে স্থগিত থাকবে ২৪ জুন পর্যন্ত। গাইঘাটা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সব রেশন দুর্নীতির মামলা ইডিকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: সিপিআইএমের সভায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এদিকে রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। তদন্তকারীদের দাবি, ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির টাকা পাঠানো হয়েছে বিদেশে। এদিকে দুর্নীতির তদন্ত যথাযথ হয়নি। উল্টে মূল এফআইআর রাজ্য পুলিশ নষ্ট করেছে বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। এবার রাজ্যে রেশন কার্ড কত? খাদ্য দফতরের থেকে জানতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
খাদ্য দফতরের কাছে ইডির প্রশ্ন, রাজ্যে চালু রেশন কার্ড কতগুলি রয়েছে অর্থাৎ যে সমস্ত রেশন কার্ডে নিয়মিত রেশন তোলা হয়, তার সংখ্যা কত? রাজ্যে ২০১৯ সালের আগে কত রেশন কার্ড ছিল এবং এখন কত হয়েছে? রেশন কার্ড ডিজিটালাইজড হওয়ার সময় কত রেশন কার্ড বাতিল হয়েছে?