কলকাতা: যত বেলা বেড়েছে জেলায় জেলায় এসইউসি(আই)-এর (SUCI) ডাকা বনধের প্রভাব ততই বেড়েছে। কলকাতার (Kolkata) জনজীবন মোটামুটি স্বাভাবিক থাকলেও বিভিন্ন জেলা থেকে আসছে ধর্মঘটের খবর। এমনকী সরকারি গণ পরিবহণ পরিষেবাতেও তার ছাপ পড়েছে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (SBSTC) আরামবাগ ডিপোয় সকাল থেকেই কোনও যাত্রীবাহী বাস গন্তব্যের উদ্দেশে বেরয়নি। নিত্যযাত্রীরা টিকিট কাউন্টারের সামনে এসে ফিরে যাচ্ছেন। আরামবাগ ডিপোর প্রধান দুটি গেটে সকাল থেকেই তালা ঝোলানো আছে। টিকিট কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, আজ বাস চলবে না। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ডিপো সূত্রে জানা গিয়েছে, আজ আরামবাগ ডিপোর বাসগুলিতে বলাগড় থেকে কলকাতা ধরনা মঞ্চে সমর্থকদের নিয়ে যাওয়া হবে তাই বাস পরিষেবা বন্ধ।
আরও পড়ুন: কলকাতা স্বাভাবিক, বনধের বিক্ষিপ্ত প্রভাব পড়ল জেলায়
উত্তরবঙ্গে অন্য ছবি। কোচবিহারে (Cooch Behar) সকাল থেকে দফায় দফায় বনধ সমর্থনকারীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের। কোচবিহার জেলা পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারা জেলায় মোট ৭৩ জন বনধ সমর্থককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৫ জন পুরুষ এবং আটজন মহিলা। গোটা জেলার যে সমস্ত এলাকা থেকে SUCI সমর্থকদের আটক করা হয়েছে তার মধ্যে দিনহাটার মানুষ সর্বাধিক। এখন পর্যন্ত জেলা পুলিশের তথ্য অনুযায়ী দিনহাটা থেকে ২২ জন পুরুষ এবং তিনজন মহিলা সমেত মোট ২৫ জনকে আটক করা হয়েছে। এছাড়াও কোতোয়ালি থেকে ১৮ জন, তুফানগঞ্জ থেকে ৯ জন মাথাভাঙা থেকে ১১ জন এবং মেখলিগঞ্জ থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
দেখুন অন্য খবর: